অশোক কুমার পাইক
মোদের দেশে ষড়ঋতুর
বৈচিত্র্যতায় ভরা,
জগৎবাসী সবাই জানে
রূপের লাগি গড়া l
ঋতুর রাজা একটি ঋতুই
বসন্তকাল আছে,
তার যে রূপের বাহার কত
সবাই জানে পাছে l
সবুজ পাতায় গাছে গাছে
মুকুল ফলের রাশি,
নানান পাখির মধুর গানে
যায় যে প্রাণে ভাসি l
ফুল বাগানে রূপের শোভা
রঙিন গন্ধ ফুলে,
গুণগুণিয়ে মধুর লোভে
ভ্রমরা আসে ভুলে l
গাছগাছালি সবুজ ঘাসে
যায় গো ভরে দেশে,
দখিন বাতাস ফুরফুরিয়ে
সদাই আসে ভেসে l
Design & Developed BY- zahidit.com
Leave a Reply