মনীষা কর বাগচী
মনের লীলা বোঝা বড় মুশকিল
অকারণ কষ্ট খোঁজে…
জানো অখিলেশ প্রথম যেদিন তোমার সাথে পরিচয় হল
সেদিনই বুঝেছিলাম কোথাও একটা
জোনাকি জ্বলছে
মিটি মিটি,
প্রাণপণ চেয়েও আমাকে আলো দিতে পারছে না।
সবকিছু জেনেও আলোর অপেক্ষায় ছিলাম
তুমি কষ্ট পাবে ভেবে সরে যেতে পারিনি
ভিখারী হয়েও
শূন্য হাতে ফিরে আসতে বাধ্য হলাম সেই রং চটা জীবনে!
হয়তো আমারই ভুল ছিল, নকলকে আসল ভাবার ভুল
দুঃখ পাইনি
জানি চাইলেই পাওয়া যায় না সবকিছু
সম্পূর্ণ বনবাদাড় তন্ন তন্ন করেও কস্তুরী পেলাম না এক ফোঁটাও।
দূর থেকে ঘ্রাণ নিয়ে সরে এসেছি চিরকালের নির্বাসনে…
ভালোবেসে আঘাত যেন না পেতে হয় তোমাকে
স্থলপদ্ম হোক তোমার প্রতিটি দিন
কাঁটা হীন গোলাপ ছড়িয়ে পড়ুক চলার পথে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply