স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনার সময় হাইওয়ে পুলিশের কর্মকান্ডের সম্পর্কে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি জিসানুল হকের সাথে কথা বলে জানা যায়, যে কোনো প্রতিকূল পরিবেশে হাইওয়ে পুলিশ যেভাবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এবারও তাঁর ব্যাতিক্রম ঘটেনি। বরং করোনার প্রাদুর্ভাব ঠেকাতে হাইওয়ে পুলিশের কাজে বাড়তি মাত্রা যোগ হয়েছে। চিকিৎসকদের মত করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে লড়ে যাচ্ছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় প্রতিটি জেলায় লকডাউন থাকলেও বিভিন্ন অজুহাতে হরহামেশাই মানুষ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। স্বরেজমিনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষের ভীড় সামলাতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। তবুও থেমে নেই হাইওয়ে পুলিশের কর্ম তৎপরতা। জানা যায়, সিনিয়র এএসপি জিসানুল হকের অধীনে থাকা নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা, মুন্সিগঞ্জের ভবেরচর ফাঁড়ি ও হাষাড়া থানা, কিশোরগঞ্জের কটিয়াদী ফাঁড়ি ও ভৈরবের হাইওয়ে থানা, নরসিংদীর ইটাখোলা ফাঁড়ির প্রতিটি পুলিশ সদস্য তাঁর কঠোর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র এএসপি জিসানুল হক বলেন, হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে অবস্থান করছে। কাজ করতে গিয়ে সবসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয় না। তবুও নিজের দায়িত্ব থেকে পিছু হটেনি আমার অধীনস্থ হাইওয়ে পুলিশের সদস্যরা। ইতিমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে আমার হাইওয়ের একজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমূখী মানুষের ঈদযাত্রা ঠেকাতে নির্দেশনা অনুযায়ী আরো কঠোর অবস্থানে আছি আমরা। এক জেলা থেকে অন্য কোনো জেলায় মহাসড়ক দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবেনা এবং বিনাপ্রয়োজনে যেসব যানবাহন চলাচল করছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, সিনিয়র এএসপি জিসানুল হক স্যারের নির্দেশে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে কাঁচপুর হাইওয়ে পুলিশ এবং এএসপি জিসানুল হক স্যারের দিক-নির্দেশনায় হাইওয়ের প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। এএসপি স্যারের সু-দক্ষ কৌশলের কারনে হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন ঠেকাতে সক্ষম হয়েছে এবং কোনো ধরনের তদবির আমলে নেওয়া হচ্ছে না।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply