,

আর একটু এগুলেই সকাল – মনীষা কর বাগচী

আর একটু এগুলেই সকাল

মনীষা কর বাগচী

সুগন্ধি ফুল, বাহারি পাতাবাহার

জীবন্ত সকাল

সোনালী ধানে শিশিরের পরশ

জোনাকি খচিত রাত

জ্যোৎস্না চুঁইয়ে পড়ছে আম কাঁঠালের বনে

আলপথ বেয়ে নেমেছে তারাদের মিছিল

সবকিছু ঠিকঠাক

ঠিকঠাক সবকিছু

 শুধু মানুষের ঘর আলোহীন

ফিসফাস ফিসফাস আকাশ জুড়ে

কান্না ভেজা বাতাস

অমঙ্গলের সাইরেন বেজে চলেছে

ছুটছি সবাই

সবাই ছুটছি

যাবো কোথায়? জানা আছে ঠিকানা?

ঠিকানা খুঁজছি

দু’হাতে সরিয়ে দিয়ে কফন

রাস্তা বানিয়ে চলেছি

ভয় নেই আর

আর একটু এগুলেই সকাল

ঝলমলে রোদ্দুর…।

 

 

আপনিও লিখতে পারেন দৈনিক অগ্রদূতের সাহিত্য পাতায়। ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা dailyagradoot@gmail.com ।সাথে ছবি দিতে ভুলবেন না যেন।
যোগাযোগঃ 01307100048।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *