,

বরগুনায় সড়কে ঝরলো ৬ প্রাণ

বরগুনায় অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলি-কুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন—আমতলি উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০) ও একই গ্রামের চান মিয়া (৫৫)।

নিহত অন্যদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু ও দুই পুরুষ যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে। এছাড়া শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *