লায়লা সুলতানা,রামপাল (বাগেরহাট) সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নের জন্য বহুমাত্রিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় নবলোক পরিষদের আয়োজনে রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ পুষ্টি মেলার আয়োজন করা হয়।
নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, খুলনা কলেজিয়েট গার্লস কলেজের সহকারী অধ্যাপক ড. নাসরিন নাহার, পিকেএসএফ’র ম্যানেজার কপিল কুমার পাল, ভ্যালুচেইন প্রেজেক্টের কর্মকর্তা পঙ্কজ কুন্ডু, প্রেসক্লাব রামপালের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কাজী রাজীব ইকবাল জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নের জন্য বহুমাত্রিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নবলোক পরিষদ। এরই ধারাবাহিক দিনব্যাপী এ পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে র্যালি, স্বাস্থ্য পুষ্টি সমন্বিত মডেল স্টাল প্রদর্শন, স্বাস্থ্য ক্যাম্প, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে পটগান, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা সচেতন হতে পারেন। পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের আওতায় এ মেলার প্রধান অতিথি মারুফা বেগম নেলী এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, মানুষের বেঁচে থাকার জন্য সুষম পুষ্টি প্রয়োজন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের জন্য সুষম পুষ্টি অতি দরকারি। এমন মেলা গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সচেতন করবে বলে মত প্রকাশ করেন এই কর্মকর্তা।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এলাকাবাসী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply