,

কালীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ

মোসলেম উদ্দিন রনি,লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিনের কাজ বন্ধ হলো নবাগত ইউএনও সিফাত আনোয়ার তুম্পার হস্তক্ষেপে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের গোড়লের বিল (গোল্লার দোলা) নামক এলাকা এমন ঘটনা ঘটে।

বালি উত্তোলনকারীরা সরকারি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালি উত্তোলনে অপ্রতিরেধ্য হয়ে উঠেছে। কোন কিছুর তোয়াক্কা না করে নিয়মিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। উপজেলার বিভিন্ন ৫/৬ জন মেশিন মালিক সংঘবদ্ধ হয়ে অবৈধ ড্রেজার মেশিন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০-১১ দিন আগে থেকে এই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে, উক্ত গোড়লের বিলের চলাচলের রাস্তা নদীর ক্যানেল বরাবর রাস্তা তৈরি করা হচ্ছে। কিন্তু এই রাস্তাটি উপজেলার কোন প্রকল্পের আওতায় কাজ হচ্ছে তা ইউএনও জানেন না। তাছাড়া সরজমিনে গিয়ে জানা যায়, এখানে রাস্তা তৈরির কাজটি হচ্ছে খুবই নিম্নমানের। ধাপের পিলারে ভাঙা ও ফাটা এবং বালু ফালানোর কারনে পিলারগুলো বাকা হয়ে পিলারগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। পিলারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাঁশ, যা অত্যান্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকা বাসির দাবি এই বাঁশ দিয়ে এ কাজ করা মানে সরকারের টাকা বেকার খরচ করা হচ্ছে। আমরা এই নিম্ন মানের কাজের তীব্র নিন্দা জানাই।

বিষয়টি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা স্থানীয় সচেতন ব্যক্তি মারফত জানতে পেয়ে, তফসিল অফিসের লোক পাঠিয়ে বালি উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন। পরে তিনি নিজে সরজমিনে গিয়ে দেখতে পান, অবৈধ ভাবে বালু উত্তোলন সহ নিম্ন মানের রাস্তা নির্মাণের কাজ চলছে। উল্লেখ যে এই রাস্তার কাজটি উপজেলার কোন প্রকল্পের কাজ বিষয়টি তিনার জানা নেই। তাই তিনি কাজ বন্ধ করে দেওয়া সহ ৩টি ড্রেজার মেশিন ও পাইপগুলো কাকিনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনের কাছে সোপর্দ করেন এবং ইউনিয়ন পরিষদে মালামাল গুলা নিয়ে পরিষদে রাখার জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, “ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দিবো না এবং কোন অন্যায় এর সাথে আপোষ হবে না। এবং এখানে নিম্ন মানের কাজ চলার কারনে এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ৩টি ড্রেজার মেশিন ও পাইপ উদ্ধার করে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাজে সোপর্দ করা হয়েছে এবং এগুলো ওপেন নিলামে বিক্রি করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *