,

শ্যামনগর জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাংলা ইশারা ভাষা দিবস পালিত

অষ্টমী মালোঃ বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

“এক ভুবন, এক ভাষা চাই—অভিন্ন বাংলা ইশারা ভাষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে চিংড়াখালী সেল্ফ হেল্প গ্রুপে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ কর্মসূচিতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি এবং যুব নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
র‍্যালিটি চিংড়াখালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সমাজে ইশারা ভাষার গুরুত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বাংলা ইশারা ভাষার স্বীকৃতি, শিক্ষা ও প্রচলনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা, যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যোগাযোগের প্রধান মাধ্যম ইশারা ভাষা। তাই তাদের অধিকার নিশ্চিত করতে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল পেশাজীবীদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণে বাংলা ইশারা ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো বলেন, “বাংলা ইশারা ভাষা শুধু বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নয়, এটি একটি সমতা ও অন্তর্ভুক্তির ভাষা। এর প্রসার ঘটানো আমাদের সকলের দায়িত্ব।”
আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা ইশারা ভাষার প্রচলন ও সরকারি-বেসরকারি পর্যায়ে এর ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থাম প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকগণ, যুব নারীগণ এবং সমাজসেবকরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা বাংলা ইশারা ভাষার বিকাশ ও প্রচারণার জন্য ভবিষ্যতে আরও কার্যক্রম গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *